Wellcome to National Portal
বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১০ অক্টোবর ২০১৮

বাংলাদেশ হতে আপটাভুক্ত দেশসমূহে রপ্তানির ক্ষেত্রে

আপটাভুক্ত দেশসমূহ বাংলাদেশ হতে রুলস অব অরিজিন শর্ত পূরণ সাপেক্ষে এ সমস্ত পণ্যে মার্জিন অব প্রেফারেন্স বা কম শুল্ক বা শুল্কমুক্ত (০%) সুবিধায় পণ্য রপ্তানি করা যায়। উল্লেখ্য, স্বল্পে্ান্নত দেশ হিসেবে বাংলাদেশ চীন ও দক্ষিণ কোরিয়া হতে অধিক পণ্যে মার্জিন অব প্রেফারেন্স প্রাপ্ত হয়েছে। আপটা ভিত্তিক দেশসমূহের তালিকা নিম্নরুপ বা এ পাওয়া যায়:

১. চীন

ক. সাধারণ তালিকা

খ. স্বল্পোন্নত দেশের তালিকা

২. দক্ষিণ কোরিয়া

ক.  সাধারণ তালিকা

খ. বাংলাদেশের জন্য বিশেষ তালিকা

গ.  লাও পিডিআর জন্য বিশেষ তালিকা

৩..লাওস

ক. শুধুমাত্র সাধারণ তালিকা

৪. মংগোলিয়া 

   এ পর্যন্ত তালিকা প্রদান করেনি।

৫. শ্রীংলকা

ক.  সাধারণ তালিকা

খ. স্বল্পোন্নত দেশের তালিকা

৬. ভারত

ক.  সাধারণ তালিকা

খ. স্বল্পোন্নত দেশের তালিকা