অত্যাবশ্যকীয় পণ্য বিপণন মনিটরিং সেল
অত্যাবশ্যকীয় পণ্য বিপণন পরিবেশক নিয়োগ আদেশ ২০১১ মোতাবেক বাংলাদেশ ট্যারিফ কমিশনে একটি অত্যাবশ্যকীয় পণ্য বিপণন মনিটরিং সেল গঠন করা হয়। যা বাণিজ্য মন্ত্রণালয়ের ফোকাল পয়েন্ট হিসাবে কাজ করে। আদেশ এর ২০(২) উপ ধারা মোতাবেক মনিটরিং সেলের গঠন নিম্নরুপ :
(ক) বাংলাদেশ ট্যারিফ কমিশনের সদস্য (ট্রেড পলিসি ডিভিশন);
(খ) বাংলাদেশ ট্যারিফ কমিশনের যুগ্ম প্রধান;
(গ) বাংলাদেশ ট্যারিফ কমিশনের উপ প্রধান;
(ঘ) বাংলাদেশ ট্যারিফ কমিশনের ২ (দুই) জন গবেষণা কর্মকর্তা।
আদেশের ২১ ধারা মোতাবেক মনিটরিং সেলের কার্যক্রম নিম্নরুপ :
(ক) জাতীয় মনিটরিং কমিটিকে সকল প্রকার দাপ্তরিক সহযোগিতা প্রদান;
(খ) জাতীয় মনিটরিং কমিটি কর্তৃক গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়িত হইতেছে কিনা তাহা পর্যবেক্ষণ ও পর্যালোচনা করিয়া জাতীয় মনিটরিং কমিটির নিকট মাসিক রিপোর্ট প্রদান;
(গ) কোন পণ্যের খুচরা মুল্য, পাইকারী মুল্য ও ব্যবস্থাপনা পর্যবেক্ষণের জন্য সিটি কর্পোরেশনে, জেলা/উপজেলা পরিদর্শন এবং জাতীয় মনিটরিং কমিটির নিকট মতামতসহ প্রতিবেদন দাখিল;
(ঘ) সময়ে সময়ে, প্রয়োজনীয় প্রচারণার ব্যবস্থা গ্রহণ;
(ঙ) এলাকাভিত্তিক পণ্যেও চাহিদা ও বিতরণের হালনাগাদ তথ্য সংগ্রহ;
(চ) পণ্যের আন্তর্জাতিক ও স্থানীয় বাজার মূল্য সংক্রান্ত তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও সরকারের নিকট উপস্থাপন;
(ছ) পণ্যের সরবরাহ ও বিতরণ সংক্রান্ত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ;
(জ) পণ্যের এলাকাভিত্তিক চাহিদা নিরূপণ; এবং
(ঝ) সরকার কর্তৃক, সময়ে সময়ে, অর্পিত অন্য কোন দায়িত্ব পালন।
উক্ত আইনের ২২ ধারা মোতাবেক আইন অমান্যকারীর শাস্তির বিধান নিম্নরুপ :
দন্ড নিয়োগকারী কর্তৃপক্ষ বা পরিবেশক কর্তৃক এই আদেশের কোন বিধান বা শর্ত লংঘন করা হইলে উক্তরূপ লংঘনের কারণে তাহার বিরুদ্ধে Control of Essential Commodities Act, 1956 এর Section 6 এ বর্ণিত বিধানাবলীর, যতদুর প্রযোজ্য হয়। আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হইবে।