Wellcome to National Portal
বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ জানুয়ারি ২০২২

তথ্যের ক্যাটাগরি ও ক্যাটালগ

চাহিদার ভিত্তিতে প্রদানযোগ্য তথ্যের তালিকা

 

নিম্নলিখিত তথ্যসমূহ জনগণের চাহিদার ভিত্তিতে প্রদান করা হবে-

 

 • স্বপ্রণোদিতভাবে প্রকাশিত সকল তথ্য (স্বপ্রণোদিতভাবে প্রকাশিত সকল তথ্যর তালিকা দেখতে লিংকে ক্লিক করুণ)
 • বিভিন্ন নীতি
 • সংস্থার বাজেট
 • আর্থিক তথ্য, যেমন- আয়/ব্যয় সংক্রান্ত হিসাব বিবরণী
 • অডিট রিপোর্ট (জবাবসহ)
 • ক্রয় কার্যক্রম সংক্রান্ত তথ্য (সিদ্ধান্ত গ্রহণের পর)
 • উপকারভোগীর তালিকা
 • মাস্টাররোল
 • অডিও-ভিজুয়াল ডকুমেন্ট
 • নিয়োগ/বদলির আদেশ
 • দেশে বা বিদেশ ভ্রমণ সংক্রান্ত তথ্যাদি
 • প্রদান বাধ্যতামূলক নয়, এমন তথ্য (পরিশিষ্ট-৬) ব্যতীত অন্য সকল তথ্য।

 

 প্রদান বাধ্যতামূলক নয়, এমন তথ্যের তালিকা

 

নিম্নলিখিত তথ্যসমূহ প্রদান ও প্রকাশ করতে কর্তৃপক্ষ বাধ্য থাকবে না-

 

 • কর্মী ও উপকারভোগীর ব্যক্তিগত জীবনের গোপনীয়তা ক্ষুণ্ণ হয়, এরূপ তথ্য।
 • বিচারাধীন মামলার তথ্য যা ঐ মামলার সুষ্ঠু বিচারকার্যকে ব্যাহত করতে পারে, এরূপ তথ্য।
 • তদন্তাধীন বিষয় সংশ্লিষ্ট কোনো তথ্য, যার প্রকাশ তদন্ত কাজে বিঘ্ন ঘটাতে পারে।
 • কোনো ক্রয় কার্যক্রমের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার আগে সংশ্লিষ্ট ক্রয় বা এর কার্যক্রম সংক্রান্ত কোনো তথ্য।
 • গবেষণার সূত্র বা কৌশল বা কারো বুদ্ধিবৃত্তিক সম্পদের অধিকার ক্ষতিগ্রস্ত হতে পারে, এরূপ তথ্য।
 • নিয়োগ ও পদোন্নতি পরীক্ষাসহ সকল পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ও পরীক্ষার ফলাফল সংক্রান্ত আগাম তথ্য,
 • অন্য মাধ্যম হতে প্রাপ্ত তথ্য যা কমিশনের নয়,ইত্যাদি।

 

প্রয়োজনীয় আবেদন ফরমঃ 

 

নং

 নাম

ডাউনলোড  

১।

তথ্য প্রাপ্তির আবেদন ফরম

ক্লিক করুণ

২। 

তথ্য সরবরাহে অপারগতার নোটিশ

ক্লিক করুণ

৩। 

আপীল আবদেন ফরম

ক্লিক করুণ

৪।

তথ্য কমশিনে অভিযোগ দায়েরের ফরম

ক্লিক করুণ

 


Share with :

Facebook Facebook